বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম জেলা ফুটবল দলের কোচ ও সহকারী কোচ মনোনীত হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ ও ১৯ জাতীয় দল ও চট্টগ্রাম জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় নাজিম উদ্দীন নাজুকে কোচ এবং চট্টগ্রাম জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. নেজামত আলীকে সহকারী কোচ করা হয়েছে। উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দলসমূহের অংশগ্রহণে আজ ৩০ আগস্ট মুন্সিগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের ৬৪ জেলা ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রথম রাউন্ডে ৮ অঞ্চলে ৩২ টি হোম ম্যাচ ও ৩২ টি এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে উন্নীত ৩২ টি দল হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অংশগ্রহণ করবে। প্রত্যেক অঞ্চল হতে ২ টি দল চূড়ান্ত পর্বে উন্নীত হবে। চূড়ান্ত পর্বে ১৬টি দল নিয়ে হবে রাউন্ড অব ১৬ এর খেলা। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও সহকারী ম্যানেজার নিয়োগ করা হয়েছে সরওয়ার আলম চৌধুরী মনি এবং ফারুখ আহমেদকে।