নজরুলের প্রয়াণ দিবসে আন্তর্জাতিক বিশ্বভরা প্রাণের শ্রদ্ধাঞ্জলি

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বিশ্বভরা প্রাণ চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে গত ২৭ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিল্পী শিমলী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। এ আয়োজনে কবিতা, গান আর কথামালায় অংশ নেন কবি প্রতিমা দাশ, গল্পকার সিমলা চৌধুরী, শিল্পী দাশ, ফাল্গুনী চক্রবর্তী, অ্যাডভোকেট বিকাশ কান্তি নাথ, রাজেশ চক্রবর্তী, রিটন দাশ, সুমন আচার্য প্রমুখ। অনুষ্ঠানে কবি রিনিক মুনকে সংবর্ধিত করা হয়। বক্তারা বলেন, নজরুল বাংলা সাহিত্যের বিস্ময়কর প্রতিভা। তিনি উপহার দিয়েছেন যুগোত্তীর্ণ কবিতা ও গান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও কলেজের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসো’র আর্থিক অনুদান ও চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর