নিয়তি; তুমি বড় বেশি নিষ্ঠুর
বড় বেশি বেখেয়ালি!
তুমি মানুষের এক একটি জীবন নিয়ে
কেন এতো নিষ্ঠুর খেলায় মেতে ওঠো?
কী অপরাধ ঐ নিস্পাপ শিশুটির!
যে পথে পথে ঘুরে বেড়ায়
শুধু একটুখানি স্নেহ পাবার জন্য?
এতটুকু আশ্রয়ের জন্য?
কি অপরাধ ঐ কিশোরটির?
যার ঐ বয়সে হাতে থাকার কথা বই,
বইয়ের বদলে সে হাতে তুলে
নিয়েছে শ্রমের হাতিয়ার!
কী অপরাধ ঐ ছাত্রটির
যে বারবার পরীক্ষা দিয়েও সঠিক
ফলাফল লাভে হয় ব্যর্থ!
কী অপরাধ সদ্য তরুণী হয়ে ওঠা
মেয়েটির, যে অত্যাচারিত–লাঞ্ছিত!
কী অপরাধ ঐ যুবকটির?
যে চাকুরির আশায় ক্ষয় করছে
একের পর এক জুতো জোড়া!
কী অপরাধ ঐ মধ্য বয়সী ব্যক্তির?
যে সংসারের চাপে পড়ে,
প্রতিনিয়তই হচ্ছে আহত–ব্যথিত!
কী অপরাধ ঐ বৃদ্ধ লোকটির?
কাজে অক্ষম বলে সবার কাছে
হয়েছে সে করুণার পাত্র!
এর জবাব একটাই;
নিয়তির কাছে সবাই হার মানে,
মানতে হয়!
নইলে কী করে ঘটাবে সে
জীবনের পরাজয়!