বাণিজ্যিক নগরী, পীর আউলিয়ার পুণ্যভূমিকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার জন্য মাননীয় মেয়র মহোদয়ের প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি একজন ডাক্তার হিসাবে বেশ ওয়াকিবহাল। যে পরিচ্ছন্নতা ও নোংরা পরিবেশ বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায় পরিবেশকে দূষিত করে তোলে। কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়টি নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত। শিক্ষাবিস্তারে যুগ যুগ ধরে জ্ঞান প্রদীপ জ্বালিয়ে আসছেন। প্রতিদিন শত শত কোমলমতি ছাত্ররা বিদ্যালয়ে আগমন করে পুলকিত হৃদয়ে জ্যোতির্ময় জ্ঞান আহরণ করতে। দুঃখের বিষয় হলেও সত্য যে স্কুল গেইট ও কদম মোবারক মসজিদ এর পূর্ব গেইটের সামনে বসানো হয়েছে ডাস্টবিন। অত্র এলাকার মামলা–আবর্জনা উক্ত ডাস্টবিনে রাখা হয় যা ডাস্টবিন ভর্তি হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। যা বিশ্রী দুর্গন্ধ ছড়ায়। যা রোগ জীবাণু ছড়াতে সাহায্য করে। তাছাড়া মুসল্লিরা নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ–আদায় করার জন্য এই দুর্গন্ধময় অপবিত্র পানি ও ময়লার উপর দিয়ে মসজিদে গমন করেন। যা নামাজের পবিত্রতা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। তাই মাননীয় মেয়র মহোদয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নিকট বিনীত আবেদন স্কুল ও মসজিদ গেইট থেকে ডাস্টবিনটা সরিয়ে ছাত্র মুসল্লিদেরকে বিভিন্ন রোগ জীবাণু হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসুন।
মোহাম্মদ মহিউদ্দিন
চট্টগ্রাম।