কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী (১২নং ব্রিজ) এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা মনসুর আলম (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরি ও বিলে পড়ে যায়।
নিহত মনসুর আলম (৪২) বাঁশখালী উপজেলার বৈললছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার মো. আরিফ (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে অপর ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আহত চালক আরিফ জানান, “জাঙ্গালিয়ার পর সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায়, আর কাভার্ডভ্যানটি পাশের বিলে উল্টে পড়ে। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।”
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজনগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান, স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহত ও আহতদের পরিচয় সংগ্রহের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চলছে,পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।