শাহ জালাল সুইটসে বাসি মিষ্টি, ফুড জোনে অস্বাস্থ্যকর পরিবেশ

কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ২৩ হাজার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৯:৩৩ অপরাহ্ণ

বাসি মিষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য পাওয়ায় ৪ দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন হোসেন।

অভিযানে উপজেলার ফকিরনীর হাট এলাকায় অবস্থিত দুইটি মুদির দোকানকে মূল্য তালিকা না থাকা, অনুমোদনবিহীন পণ্য রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই এলাকায় অবস্থিত শাহ জালাল সুইটস নামক একটি মিষ্টির দোকানে নষ্ট,বাসি ও মেয়াদবিহীন মিষ্টি ও কেক পাওয়ায় ৫ হাজার টাকা এবং কর্ণফুলী ফুড জোন রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন হোসেন বলেন, প্রতিষ্ঠান গুলোকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। এ ধরনের অভিযান জনস্বার্থে চলমান থাকবে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

অভিযানে কর্ণফুলী থানা পুলিশের চৌকস টিম ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে শিল পাটার আঘাতে স্ত্রীকে খুনের ঘটনায় সেই ঘাতক স্বামী র‌্যাবের জালে
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত