চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অবৈধ মদ পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ছালেহ মার্কেট কালারপুল স্কুল এলাকায় এই অভিযান চালানো হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— পটিয়া জিরি ইউনিয়নের হাজীর পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে এনামুল হক (৩৩), একই ইউনিয়নের উত্তর দেয়াং এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩১), হাইদগাঁও ইউনিয়নের ব্রাহ্মণ বাড়ির উত্তম দাসের ছেলে নও-মুসলিম মোহাম্মদ সাগর ওরফে শুভ চক্রবর্তী (৩২) এবং জিরি ইউনিয়নের মৃত হাফেজ আহমদের ছেলে মো. মহিউদ্দিন (৩০)।
পুলিশ জানায়, রাতে দুটি সিএনজি তল্লাশি করে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় সিএনজি দুটিতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয় এবং মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে মদসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”