চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ১২ অক্টোবর

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:২৬ অপরাহ্ণ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আগামী ১২ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেছে।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, ইতিমধ্যে গঠনতন্ত্র সংশোধন ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও প্রার্থিতা জমা দেওয়ার সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে। নির্বাচনের তদারকিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি কমিশন দায়িত্ব পালন করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর আবার নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে ইতিমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।

একজন শিক্ষার্থী বলেন, ‘চাকসু নির্বাচন আমাদের অধিকার। এতদিন পর নির্বাচন হলে আমরা বিশ্ববিদ্যালয় জীবনের নানা সমস্যার সমাধান চাইতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণে এই নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা অপহরণকারীর হাত থেকে কিশোরী উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪, দুই সিএনজি জব্দ