চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এস এম আহমদ হোসাইন নতুন বিতর্কে জড়িয়েছেন। দীর্ঘদিন ধরে ‘নদভীর ক্যাশিয়ার’ নামে পরিচিত এই ব্যক্তি এবার পরিচয় দিচ্ছেন বিএনপি নেতা হিসেবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন আহমদ হোসাইন। সম্প্রতি তাঁর জামিন আবেদনের পক্ষে দক্ষিণ জেলা বিএনপির এক প্রভাবশালী নেতা একটি প্রত্যয়নপত্র দেন। তাতে উল্লেখ করা হয়, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির সক্রিয় সমর্থক।
তবে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য ভিন্ন। তাঁদের অভিযোগ, আহমদ হোসাইনকে কখনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। একজন নেতা বলেন, “সবাই জানে, সে নদভীর হাতের লোক। হঠাৎ করে বিএনপি নেতা পরিচয় দেওয়া আসলে জামিন পাওয়ার কৌশল।”
আহমদ হোসাইনের বিরুদ্ধে দখল, প্রতারণা, শালিস বাণিজ্য, ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি এবং আন্দোলন দমনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সর্বশেষ ডবলমুরিং থানার ইউসুফ হত্যা মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বাদী বলেন, “আমরা আতঙ্কিত ও আমরা শঙ্কিত যে আওয়ামিলীগের একজন এমপির ক্যাশিয়ার থাকার পর এখন বিএনপির পরিচয় ব্যবহার করছে।”