জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিসি হিলস্থ নজরুল স্কোয়ারে এই আয়োজনে কবির স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের পাঠশালা চট্টগ্রাম। এতে উপস্থিত ছিলেন সোহেল মোহাম্মদ ফখরুদ–দীন, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সজল দাশ, দেলোয়ার হোসেন মানিক, প্রকৌশলী ইমরান, নুরুল হুদা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির প্রেরণার উৎস। তাঁর বিদ্রোহী কবিতা, গান ও সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে কবির অসামপ্রদায়িক চেতনা, মানবমুক্তির বার্তা এবং ন্যায় ও সাম্যের আহ্বান পৌঁছে দিতে নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত রাখা হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।