চবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

কমিটি ঘোষণার তিন দিন পর আনুষ্ঠানিকভাবে সামনে এলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন তারা। সেখানে চাকসু নির্বাচন নিয়ে তারা কিছু দাবিদাওয়া তুলে ধরেন।

মুনতাসির মাহমুদকে আহবায়ক, আল মাসনূনকে সদস্য সচিব ও জান্নাতুল মাওয়া মিথিলাকে মুখপাত্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন বাগছাসের চবি শাখার কমিটির ঘোষণা দেওয়া হয় গত ২৪ আগস্ট। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। সংবাদ সম্মেলনে মুখপাত্র জান্নাতুল মাওয়া মিথিলা চাকসু নির্বাচনে দপ্তর ও সহদপ্তর সম্পাদক পদ নারীপুরুষ উভয়ের জন্য উন্মুক্ত করা, কমিটিতে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক পদ অর্ন্তভুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। খবর বিডিনিউজের।

চাকসুর বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিল করা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদ অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরেন বাগছাস নেতারা। চবি শাখার সদস্য সচিব আল মাসনূন বলেন, আমরা সময়মত আমাদের প্রতিটা দাবি আমরা আদায় করে নেব। তার জন্য দরকার হলে আমরা কঠোর অবস্থানে যাব।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকে লিডারশীপ ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধপ্রাইভেটকারে ৩ বস্তা চোলাই মদ, আটক ৪