চন্দনাইশে এলজি ও কার্তুজসহ আটক- ১

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি এলজি ও ২ রাউন্ড সীসা কার্তুজসহ একজনকে আটক করেছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদউত্তর হাশিমপুর রেল স্টেশনগামী পাকা রাস্তা মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশদল বুধবার বিকেল ৩টার সময় চন্দনাইশ থানাধীন হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদউত্তর হাশিমপুর রেল স্টেশনগামী পাকা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাসুদ এন্টারপ্রাইজ নামক ইটবালুর দোকানের সামনে থেকে মো. মাহাবুবুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কোমরে লুঙ্গির ভিতর লুকিয়ে রাখা অবস্থায় একটি এলজি ওয়ান শুটার ও দুইটি সীসা কার্তুজ উদ্ধার করে। এরমধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভিতরে লোড করা অবস্থায় ছিল এবং অপরটি তার হাতে ছিল। আটককৃত মাহাবুবুল আলম হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, অস্ত্র ও কার্তুজসহ আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে চালান দেয়া হবে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১৫ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, দুই শিশু নিহত