রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত ১৮ জুন সাবেক দুই উপাচার্য কলিমউল্লাহ এবং এ কে এম নূরউননবীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেছে দুদক। গেল ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাডিবি। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। খবর বিডিনিউজের।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মঙ্গলবার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে নাজমুল আহসান কলিমউল্লাহকে আদালতে হাজির করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএটিইও নিয়োগের বাছাই পরীক্ষা পিছিয়ে ১২ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১৫ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা