বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। গতকাল বুধবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম পুইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম নাপোড়া বাজারে বিতরণকৃত ৪ জন উপকারভোগীর বস্তায় ২০০–৪০০ গ্রাম চাল কম পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা ও ছনুয়া ইউনিয়নস্থ ডিলারের মাস্টার রোল, স্থিত বস্তা ও খালি বস্তায় কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় সে ডিলারকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি ডিলারদের যথাযথ নিয়ম মেনে চাল বিক্রির জন্য সতর্ক করেন। তা না করলে ভবিষ্যতে ডিলারশিপ বাতিব হলে বলে সর্তক করেন।