বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সিএসই টেক ফেস্ট

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং এলাইড কম্পিউটার স্ট্রীমের সহযোগিতায় তিন দিনব্যাপী সিএসই টেক ফেস্ট শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ এবং কী নোট স্পিকার ছিলেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মো. আজিম উদ্দিন। সিএসই বিভাগের প্রভাষক মো. আবদুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিএসের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন।

প্রধান অতিথি বলেন, তিনদিনব্যাপী এই টেক ফেস্টের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ আইটি বিষয়ে নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে। আধুনিক এবং প্রতিযোগিতাশীল এই পৃথিবীতে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা পৃথিবীর উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি কম্পিউটার বিভাগের শিক্ষার্থীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ফেস্টে প্রোগ্রামিং কনটেস্ট, সফটওয়ার এক্সিভিশন, আইডিয়া প্রেজেন্টেশন, ওয়ার্কশপ, সেমিনার, আইওটি এন্ড এল এফ আর, এক্সিভিশন, আইটি কুইজ, ভোন্টমির কনটেস্ট এবং ফুড ফেস্টিভ্যালসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইভেন্টের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক নুরুল আবছার, মঞ্জুর আলম, সামশুন নাহার সোমা, ফেরদৌস আরা, মুনমুন বিশ্বাস, মোঃ আসাদুজ্জামান, রিজোয়ানা হক, তিশা সাহা, হাবিবুল বাশার ফারুক, তানজি আহমদ চৌধুরী, রাশেদ মিয়া, পলাশ হোসেন, সুমাইয়া তুন নুর, সাবিহা জাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালকের সঙ্গে মতবিনিময়
পরবর্তী নিবন্ধগবাদি পশু চুরি রোধ ও ব্যাটারি রিকশা বন্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত