কাভার্ডভ্যানে বাক্সে বিশেষ কায়দায় রাখা হয় ৮০ হাজার ইয়াবা

গ্রেপ্তার ২

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসান (৩৪) ও আবদুল কুদ্দুস ফাহাদ (৩২)। গতকাল বুধবার সকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের খুনি বটতল নামক এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, গতকাল সকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক দিয়ে কাভার্ড ভ্যান যোগে কঙবাজার থেকে ইয়াবার একটি চালান যাওয়ার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সড়কের খুনি বটতল নামক এলাকায় তাৎক্ষণিকভাবে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। সকাল ৬ টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানে (নংঢাকা মেট্রো১১৪১০৯) তল্লাশিকালে বাক্স তৈরি করে বিশেষ কায়দায় নেয়া ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হাসান গাজীপুরের টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডের এশাদনগর এলাকার মো. ইউসুফ মাঝির ছেলে এবং আবদুল কুদ্দুস ফাহাদ চাঁপাইনবাবগঞ্জের এনায়েতপুর দায়মপুরের আনোয়ারুল ইসলামের ছেলে। ইয়াবা পাচারের কাজে ব্যবহ্‌্রত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধফুলকিতে ছোটদের সাহিত্য আসর ‘ভোর হল দোর খোল’ কাল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২৫ জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত