ফুলকিতে ছোটদের সাহিত্য আসর ‘ভোর হল দোর খোল’ কাল

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ছোটদের সাহিত্য আসর ‘ভোর হল দোর খোল’ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে। এটি সুকুমার শিশু সাধারণ পাঠাগারের নিয়মিত কার্যক্রম।

এবারের আসরে থাকছে শ্রুতিপাঠ, শিশুদের স্বরচিত লেখা পাঠ এবং প্রিয় বই নিয়ে অনুভূতির বয়ান। আরও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান ও কবিতা আবৃত্তিসহ তথ্যচিত্র প্রদর্শন। এবারের আসরে আমন্ত্রিত অতিথি থাকবেন কবি ও লেখক স্বপন বড়ুয়া। আসরে ফুলকির শিশুরা ছাড়াও নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকদম মোবারক উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকাভার্ডভ্যানে বাক্সে বিশেষ কায়দায় রাখা হয় ৮০ হাজার ইয়াবা