কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক টিংকু ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কাশেম, প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ, পরিচালনা সদস্য এম এ হালিম বাবলু, স্কাউট মেট্রো সম্পাদক মিজানুর রহমান ও বিদ্যালয় ইউনিট লিডার বশিরুল হুদা।

ক্যাম্প ও দীক্ষা কার্যক্রম পরিচালনা করেন সাবেক সম্পাদক এসএম ফারুক, লিডার নাসির উদদীন, লিডার রেজাউল করীম, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী ও ট্রেইনার মঞ্জুরুল কবীর।

অতিথি ও স্কাউট নেতৃবৃন্দ দীক্ষিত স্কাউটারদের প্রতিজ্ঞা ও আইন মেনে শৃঙ্খলিত জীবন গঠনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা হয়ে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ড ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধফুলকিতে ছোটদের সাহিত্য আসর ‘ভোর হল দোর খোল’ কাল