দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রুশ সেনারা, স্বীকার করল কিয়েভ

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

রুশ সামরিক বাহিনী পূর্বাঞ্চলের শিল্পসমৃদ্ধ অঞ্চল দিনিপ্রোপেত্রোভস্কে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে স্বীকার করে নিয়েছে ইউক্রেনের সেনারা। দিনিপ্রোপেত্রোভস্কে এটাই প্রথম বড় ধরনের আক্রমণ, বিবিসিকে এমনটাই বলেছেন দিনিপ্রো অপারেশনাল স্ট্র্যাটেজিক গ্রুপের সদস্য ভিক্টর ত্রেহুবভ। আপাতত রুশ বাহিনীর অগ্রগতি থামানো গেছে, বলেছেন তিনি। খবর বিডিনিউজের।

রাশিয়া অবশ্য গ্রীষ্মের শুরু থেকেই অঞ্চলটিতে প্রবেশের দাবি করে যাচ্ছে। মস্কোর বাহিনী দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনের আরও গভীরে ঢোকার চেষ্টা অব্যাহত রেখেছে। জুনের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন, তাদের সেনারা দিনিপ্রোপেত্রোভস্ক দখলে অভিযান শুরু করেছে। যদিও তারা এখন পর্যন্ত কেবল অঞ্চলটির সীমান্তই অতিক্রম করতে পেরেছে বলে ইউক্রেনের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে। দিনিপ্রোপেত্রোভস্কের ভেতরে রুশ বাহিনী অগ্রসর হলে তা ইউক্রেনের যোদ্ধাদের মনোবলে জোর ধাক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের ডিপস্টেটের দেওয়া মানচিত্রে দিনিপ্রোপেত্রোভস্কের দুটি গ্রাম জাপোরিজকে ও নভোহ্রিহোরিভকা এখন রুশ বাহিনীর দখলে রয়েছে বলে ধারণা দেওয়া হয়েছে।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ গ্রাম দুটির দখল পুরোপুরি হারানোর কথা অস্বীকার করে বলছে, তাদের সামরিক বাহিনী এখনো জাপোরিজকের ‘দখল ধরে রেখেছে এবং নভোহ্রিহোরিভকায় যুদ্ধ চলছে।

মস্কো ইউক্রেনের যেসব ভূমি দখলে রাখতে চায় তার মধ্যে দিনিপ্রোপেত্রোভস্ক না থাকলেও রুশ সেনারা ইউক্রেনের প্রায় সব বড় শহরেই নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এসব শহরের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের রাজধানী দিনিপ্রোও রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাশিয়া ইউক্রেইনের যেসব জায়গায় হামলা চালিয়েছে তার মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের পার্শ্ববর্তী পল্টোভার জ্বালানি খাত সংশ্লিষ্ট স্থাপনাও ছিল। যুদ্ধের আগে দিনিপ্রোপেত্রোভস্কে ৩০ লাখের বেশি মানুষ বাস করতো। এটি ছিল দনবাসের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। দোনেৎস্ক আর লুহানস্ককে একত্রে দনবাস অঞ্চল বলা হতো। এখন এর সিংহভাগই রুশ সেনাদের দখলে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৬২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে অবনতি লিটন-মিরাজদের