শূন্যতা

ওয়াহিদ কায়সার | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

সব কিছুতে খু্‌ঁজে বেড়াই।

দক্ষিণের বারান্দায়;

যেখান থেকে চাঁদের আলো,

তোমার শরীরে

পূর্ণতা পেতো চাঁদের গৌরব,

আজ শুধু;

শূন্যতা বিরাজমান তুমি ছাড়া।

সৃষ্টি করতে চেয়েছো

কাল্পনিক চিত্রকথার ভাষা,

রংতুলির প্রলেপে যত

ছবি আকাঁ, নিজের

ছায়া খুঁজতে থাকি।

অস্তিত্বের শূন্যতা নীরবে

বর্জন করে আশা।

যত তুমি আলিঙ্গনে রও

দেহ নয়, চাই তোমার

মনের অনুভবে, চিন্তাচেতনায়

পূর্ণতায় শুধু আমার হও।

পূর্ববর্তী নিবন্ধঅবেলার গল্প
পরবর্তী নিবন্ধহৃদয়ে বৃষ্টি নামে