রেয়াজুদ্দিন বাজারে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

পচা তেঁতুল ও বরই আচার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

নগরীর রেয়াজুদ্দিন বাজারে আচার তৈরির দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হল মেসার্স নাছির ব্রাদার্স এবং আজমির ট্রেডিং। গতকাল অস্বাস্থ্যকর পরিবেশে পচা তেঁতুল ও বরইয়ের আচার সংরক্ষণসহ নানা অপরাধের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, নিরাপদ খাদ্য আইনে মেসার্স নাছির ব্রাদার্সকে দুই লাখ টাকা এবং আজমির ট্রেডিংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধহিমাগারে আলুর দাম কেজিতে ২২ টাকা বেঁধে দিল সরকার