গায়ানার নাগরিক স্টাফলি ৫ দিনের রিমান্ডে

১৩০ কোটি টাকার কোকেন জব্দ

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় করা মামলায় গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

গতকাল বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসসের।

এর আগে সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থাকা এক যাত্রী মাদক চোরাচালানে সম্পৃক্ত থাকতে পারেন, এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়।

উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দারা সঙ্গে সঙ্গে যাত্রীর পরিচয় নিশ্চিত হন। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীকে ব্যাগেজসহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা জানিবুল হক।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতির হ্যাটট্রিক, নেপালকে আবারও হারাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম