আরেক সাবেক এমপির অফিসে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী সেই ৪ নেতা রিমান্ডে

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ঢাকার গুলশানে চাঁদাবাজির ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত চার নেতাকে আরেক সাবেক এমপির কার্যালয়ে চাঁদাবাজির মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ। তেজগাঁওয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের কার্যালয়ে মব সৃষ্টি করে ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম সারাহ্‌ ফারজানা হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া চারজন হলেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, ঢাকা মহানগর শাখার সাবেক আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন এবং সাবেক সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। রিয়াদের পক্ষে ছিলেন আক্তার হোসেন ভূঁইয়া, ইব্রাহিম হোসেনের পক্ষে দাঁড়ান আব্দুল্লাহ আল ফারুক। অপর দুই আসামির পক্ষে আইনজীবী ছিলেন না। প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন বলেন, শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছে।

২৬ জুলাই সমন্বয়ক পরিচয়ে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় হাতেনাতে গ্রেপ্তার হন এই চারজন। এর বাইরে সেদিন অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় ৩০ জুলাই রিয়াদের কলাবাগের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক জব্দ করার তথ্য দেয় পুলিশ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় ৩১ জুলাই রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই তরুণকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা স্থগিত