ডিসেম্বরে শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ

পরিদর্শনকালে উপদেষ্টা শেখ বশির উদ্দীন

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

২০১৮ সালে দুই বছর প্রকল্প মেয়াদ বেঁধে দিয়ে ৬২ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পর অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয় বহু কাঙ্খিত পারকি সমুদ্র সৈকতে। এতে আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণের খবরে পারকি সৈকতকে ঘিরে পর্যটক ও স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়। কিন্তু প্রকল্পের শুরুতেই কমপ্লেক্স নির্মাণ কাজ নিয়ে উঠে নানান অনিয়মের অভিযোগ। এরপর নির্দিষ্ট মেয়াদে একতৃতীয়াংশ কাজ শেষ না হওয়া এবং পরবর্তীতে দুই দফা সময় বাড়িয়ে প্রকল্পের ব্যয় বাড়ানো হয় ৭১ কোটি ২৫ লাখ টাকায়। এরপরও নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে তো পারেনি উল্টো লবণাক্ত বালির ব্যবহার, নির্মাণাধীন কমপ্লেক্সের দেয়াল ধসে পড়া, কাজের মান নিয়ে নানান অভিযোগের পর এ প্রকল্পের বাস্তবায়ন কবে শেষ হবে তা অনিশ্চয়তায় পড়ে। এই অবস্থায় গতকাল বুধবার বেলা ১১টায় পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন আধুনিক পর্যটন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প’ পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের পর্যটন, বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে আধুনিক কমপ্লেক্স নির্মাণ কাজের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। আগামী ডিসেম্বরের মধ্যে পর্যটন কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হবে। পর্যটন কমপ্লেক্স চালু হলে পারকি সমুদ্র সৈকতে দর্শনার্থীরা সব ধরনের পর্যটন সুবিধা লাভ লাভ করবে। এরই সাথে পারকি সৈকতও আধুনিক সৈকত হিসেবে নতুন পরিচিতি পাবে। তিনি আরো বলেন, পানি সমস্যাসহ নানান কারণে পারকি সমুদ্র সৈকতে পর্যটন কমপ্লেক্সের নির্মাণ কাজের প্রকল্প মেয়াদ কয়েক দফা বাড়াতে হয়েছে। কিন্তু আর প্রকল্প মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। এই প্রকল্পের সাথে জড়িত সকল ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে তিনি কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

বিমানে নৈরাজ্য দূর করতে চান নতুন চেয়ারম্যান : এদিকে বিডিনিউজ জানায়, নৈরাজ্য দূর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা বলেছেন সংস্থার নতুন চেয়ারম্যান এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন। গতকাল পারকি সমুদ্র সৈকতে পর্যটন কমপ্লেক্সের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমাকে যেদিন বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, সেদিন আমি বলেছিলাম, কেবল দায়িত্ব পেয়েছি কিছুই বলতে পারব না। আজকেও একই কথা। যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন আমি ঢাকায়ও ছিলাম না। আমি তখন চট্টগ্রামে। তাই, আমি এখন কিচ্ছু বলতে পারব না। সহযোগিতার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা নৈরাজ্যের বিরুদ্ধে এবং বিমানকে একটি সচল ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে সামগ্রিক চেষ্টা করব। আপনারা দোয়া করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, পারকি সমুদ্রসৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। এতে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং টুরিস্ট পুলিশ ও আইনশৃক্সখলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

পূর্ববর্তী নিবন্ধআবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইবুনালে অশ্রুসিক্ত বাবা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে জলদস্যু সর্দার গ্রেপ্তার