প্রাইভেটকারে পাচার করা হচ্ছিল চোলাই মদ, গ্রেফতার ৪

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৭:৩৩ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই থেকে একটি প্রাইভেটকারে চোলাই মদ পাচারের সময় তল্লাশি করে ৪ জনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউপিস্থ রেশম বাগান পুলিশ চেকপোস্টে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের নাম সৈকত মহাজন (২৯), টিটু দাশ (৩৪), মোঃ শাহেদুল ইসলাম (২৯), মোঃ ইব্রাহিম (৩২)। এসময় তাদের কাছ থেকে ১২০ লিটার চোলাই মদসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, থানার এসআই মোঃ আজিজুল হক, সুজন শর্মা সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকালে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউপিস্থ রেশম বাগান পুলিশ চেক পোষ্ট করাকালীন সময়ে অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ০১টি টয়োটা প্রাইভেটকারসহ উক্ত ৪ আসামিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বুধবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআগুনে দগ্ধ সেন্ট মেরী’স স্কুলের পঞ্চম শ্রেণির শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার