খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ১২:৩৬ অপরাহ্ণ

বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ বুধবার সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে দুদক অভিযান পরিচালনা করে।

দুদকের হট লাইন নাম্বার ১০৬ এ ফোন করে অভিযোগ জানানো পর রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান নেতৃত্ব দেয়।

দুদকের সহকারী পরিচালক বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণে নয় ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির দাঁতমারায় একজনের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপারকি সৈকতে নির্মাণকাজ পরিদর্শনে পর্যটন উপদেষ্টা