রিকশার ব্যাটারি চুরির ঘটনায় জড়িত ছেলে, বাবার মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেক ওরফে মানিকের (৪৬) ব্যাটারিচালিত রিকশার ৪টি ব্যাটারি চুরি হয়। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দেয়ার পর পুলিশি তদন্তে পাওয়া গেল এই ঘটনার সাথে তার ছেলে জড়িত। এরপর তার ছেলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ব্যাটারিগুলো উদ্ধার ও জড়িত আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুত্রের বিরুদ্ধে পিতা থানায় মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার সকালে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। তার আগে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন অভিযোগকারীর ছেলে মো. আরাফাত হোসেন (২২) ও চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার বাসিন্দা তরিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩২)

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গত ২৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে এক ব্যক্তির নিজস্ব ব্যাটারি রিকশা থেকে চারটি ব্যাটারি চুরি হয়। প্রতিটির মূল্য ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা। ঘটনার পর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় অভিযোগকারীর পুত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং অন্যদের নাম প্রকাশ করেন। এরপর ওই তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় চট্টগ্রামকাপ্তাই সড়কের পাশে কামরুলের মালিকানাধীন ভাঙারির দোকান থেকে চুরি হওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। সেখান থেকে কামরুলকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের দুজনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ৩৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরে ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশিলক হামিদ শরীফ বালিকা বিদ্যালয়ে সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল