রাউজান পৌরসভায় বিক্ষোভ মিছিল

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাউজান উপজেলা এবং পৌরসভার ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিতে রাউজান পৌরসভার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সদরের মুন্সিরঘাটা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ফকিরহাটস্থ, দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। রাউজান থানা সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরঘাটা এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সভাপতিত্ব করেন যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন যুবদল নেতা মো. ফোরকান, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, আবুল হাসেম, মো. হারুন, রাশেদ, শাকিল, জাবের উদ্দিন জাবেদ। এসময় রাউজান পৌরসভার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২৯ জেলে আটক
পরবর্তী নিবন্ধসাধনপুরে ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা