বাঁশখালীতে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২৯ জেলে আটক

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাগর উপকূলে অভিযান চালিয়ে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ২৯ জন জেলেকে আটক করা হয় এবং পরে সাড়ে ১০ লাখ টাকা জরিমানার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বিগত সময় থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা অভিযানে উপজেলার শেখেরখীল সরকার বাজার সংলগ্ন এলাকায় এসব নৌকা ও জাল জব্দ করা হয়। অভিযানে আটককৃত নৌকা থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ এবং ১০টি জাল ধ্বংস করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব বলেন, মৎস্য সম্পদ রক্ষায় মালিকপক্ষকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। এর আগে গত ১২ আগস্ট বাঁশখালীর একই এলাকায় মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম তৈরির অভিযোগে ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করে কোস্টগার্ড ও সেনাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকায় উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার প্রতিবাদে নগরে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভায় বিক্ষোভ মিছিল