৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. আহসান হাবীব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল নগরের নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে রংপুর জেলার কাউনিয়া থানার টেপা মধুপুর মুন্সিপাড়ার আবদুল হালিমের ছেলে। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আহসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬()সারণি ১০() ধারায় দায়ের হওয়া মামলায় (নং২২) আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বৃদ্ধ বাবাকে নির্যাতন, ছেলের বিরুদ্ধে আদালতে মামলা
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা তদন্তে পুলিশ