প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪৪ সালে সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক শফিকুল। তাঁর বাবা এমদাদুর রহমান ছিলেন ব্রিটিশ সরকারের পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের প্রধান। ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস ঢাবি থেকে বিএফএ এবং ১৯৭৪ সালে মাস্টার্স অফ ফাইন আর্টস (এম এ) করেন চবি থেকে। তিনি দীর্ঘ ৩৩ বছর চবি চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। যৌথভাবে নকশা করেন চবি শহিদ মিনারের। প্রেস বিজ্ঞপ্তি।