চন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড চাগাচর এলাকার পেঠান আলীর ছেলে মোরশেদ (২১) ও ৪নং ওয়ার্ড ঈদপুকুরিয়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. হৃদয় (২৩)। তাদের কাছ থেকে ১টি তালা কাটার যন্ত্র, ২টি ছুরি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, গোপন সূত্রে খবর আসে দোহাজারী সাঙ্গু সেতু এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের ডাকাতি মামলায় আদালতে চালান দেয়া হয়েছে।