প্রায় এক দশকের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সব জল্পনার অবসান ঘটিয়ে সমপ্রতি তারা আংটি বদলের মাধ্যমে বাগদান সেরেছেন। যা নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন–স্প্যানিশ ইনফ্লুয়েন্সার জর্জিনা, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’ তাকে দেওয়া রোনালদোর সেই আংটিতে ছিল গোপন বার্তা! গয়নাবিশেষজ্ঞরা আংটিটির ওজন ১০–১৫ ক্যারেটের বেশি এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে জানান। তবে সিআরসেভেনের দেওয়া আংটির দাম ৫ মিলিয়ন ডলার বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রখ্যাত ‘৭৭ ডায়মন্ডস’–এর ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমাইন্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য মিরর’কে টোবিয়াস জানিয়েছেন, ‘জর্জিনা রদ্রিগেজের আঙুলে থাকা অমূল্য এনগেজমেন্ট রিংটির ওজন আনুমানিক ৩৫ ক্যারেট এবং এর বাজারমূল্য প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬১ কোটি টাকা)।
রোনালদো তার প্রেমিকাকে দেওয়া আংটিটি একটি গোপন বার্তা বহন করছে বলেও মন্তব্য করেন টোবিয়াস কোরমাইন্ড। তিনি বলেন, ‘এটি রোনালদো ও জর্জিনার সম্পর্কের ধারাবাহিকতা প্রকাশ করে। এই আংটির নকশা তাদের স্মৃতি, বর্তমানের অঙ্গীকার এবং ভবিষ্যতের ঐক্যের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। যেন আংটিটি জানান দেয় “তুমি আমার চিরন্তন, আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।” স্প্যানিশ সাংবাদিক আলবার্তো গুজমানের তথ্যমতে, ‘খুব সম্ভবত তাদের বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর।”