সাতকানিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন গ্রেপ্তার

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন, সরকারি জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাদারবাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা (এফআইআর নং-৭, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৪; জি.আর. নং-২৫৪) রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরেই দেলোয়ারের নানা কর্মকাণ্ড তাদের নজরদারিতে ছিল। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দেলোয়ার হোসেন একসময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন। সেই সময় তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে কৃষিজমি থেকে মাটি উত্তোলন, সরকারি জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ করে নিজেকে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে উপস্থাপন করছেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, “আমরা তাকে মামলার ভিত্তিতে গ্রেপ্তার করেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুলিশ দেখে দোকানে অস্ত্র রেখে পালিয়ে গেল যুবক
পরবর্তী নিবন্ধঘুম ঘুম চোখে ট্রাক চালিয়ে অপর গাড়িকে ধাক্কা, লাশ হলো চালক