চট্টগ্রামের রাউজানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি রেখে এক যুবক পালিয়ে গেছে। গত সোমবার রাতে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়াবাজারে রাউজান থানা পুলিশেল অভিযানে এই ঘটনা ঘটে।
অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করতে না পারলেও একটি দোকান থেকে গুলি ও ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করার তথ্য জানিয়েছে পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাপ্তাই সড়কের জিয়াবাজারে করিমুল হুদার একটি কুলিং কর্নারে অভিযান চালানো হয়।
এ সময় আল আমিন নামে ওই ব্যক্তি পালিয়ে গেলেও দোকান থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে উল্লেখ করে স্থানীয় জনতার সহযোগিতা কামনা করেন।