রাঙ্গুনিয়ার ‘গা ছমছম রাজবাড়ি’ বইয়ের প্রকাশনা উৎসব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

ইতিহাস, রহস্য ও সংস্কৃতিকে একত্রিত করেছে ‘গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য’ বইটি। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি রাঙ্গুনিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। রাঙ্গুনিয়ায় লেখক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের নতুন বই এর প্রকাশনা উৎসব

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার।আলোচক ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, ছড়াকার ও শিশু সাহিত্যিক বিপুল বড়ুয়া, কবি ও সাংবাদিক আল রাহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন, প্রচ্ছদ শিল্পী আকাশ আহমেদ, সৈয়দ মনজুর মোরশেদ রানা, নুরুল আবছার চৌধুরী, মো. জাহেদুর রহমান, শিক্ষক মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, শহীদুল্লাহ কায়সার, রুনু আহমেদ, সাইফুল্লাহ সরোয়ার, ইকবাল আহমেদ, হাফেজ মুহাম্মদ বেলাল প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক এম মোরশেদ আলম ও সুবর্ণা বড়ুয়া। ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন