এনায়েত বাজার ওয়ার্ড গ ইউনিট বিএনপির সম্মেলন

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

২২ নং এনায়েত বাজার ওয়ার্ড গ ইউনিট বিএনপির সম্মেলনে ওয়ার্ড বিএনপি আহ্বায়ক আলী আব্বাস খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জহির আহমেদ। তিনি গ ইউনিটবিএনপির নেতাকর্মীদের কে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ও ৩১ দফা বাস্তবায়নে কাজ করার দেওয়ার আহবান জানান। প্রধান বক্তা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান বলেন, বিগত ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে অবস্থান করেছিল এবং মামলা হামলার ভয়কে জয় করে ত্যাগ স্বীকার করেছিল, তাদেরকেই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী মিঠু,ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রানা, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম, মো. কাদের ফয়সাল আহমেদ, শামসুল আলম, জিয়া সোহেল প্রমুখ। এতে এনায়েত বাজার গ ইউনিটবিএনপির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কার হয়। কমিটির কর্মকর্তারা হলেন,সভাপতি আকতার আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সভাপতি রিয়াজ মাহমুদ, সহসভাপতি শের মোহাম্মদ বাবুল, সহসাধারণ সম্পাদক মনজুর আলম, সহসাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম হায়দার, দপ্তর সম্পাদক নাদির আহমদ, প্রচার সম্পাদক আবু তৈয়ব, সদস্য মো. জসিম ও মো. আবুল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
পরবর্তী নিবন্ধগোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ