চবিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

চবি প্রতিনিধি  | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স। এতে অংশ নেন দেশি ও বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ। গতকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. আনোয়ার হোসেন।

কনফারেন্সে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় বাস করছি যেখানে প্রতিনিয়ত মানবাধিকার ক্ষুণ্ন হচ্ছে। ২০১৭ সালে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবিরে পরিণত হয়। কিন্তু এতদিনেও এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।

উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিনের জটিল সংকটে পরিণত হয়েছে এবং পরিস্থিতি ক্রমেই আরও জটিল হচ্ছে। অনেকেই মনে করেন তারা বাংলাদেশে ভালো সেবা পাচ্ছে, কিন্তু বাস্তবে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় ভুগছে। শিক্ষাবিদদের নিরপেক্ষ গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে এই সংকটের স্বীকৃতি পেতে সহায়ক হবে।

উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আন্তর্জাতিক সমপ্রদায়ের উচিত রোহিঙ্গা ইস্যু নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা এবং সম্মিলিত উদ্যোগ নেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম, গবেষণা ও নীতি পর্যায়ে যৌথ পদক্ষেপ জরুরি। এই সম্মেলনের আলোচনা বাংলাদেশ সরকারসহ শিক্ষার্থী ও গবেষকদের জন্য দিকনির্দেশক হবে।

৮ম রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বারেন্স ডে উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে তিন পর্বে বিভক্ত একাডেমিক সেশনের আয়োজন করা হয়। এতে নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন দেশিবিদেশি বিভিন্ন বিশ্বিবদ্যালয়ের গবেষকবৃন্দ। একাডেমিক সেশনের প্রথম পর্বে সেশন চেয়ার হিসেবে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। দ্বিতীয় পর্বে সেশন চেয়ার ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। তৃতীয় পর্বে সেশন চেয়ার ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাদিজা মিতু। শেষ পর্বে এক্সক্লুসিভ রাউন্ড টেবিল সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন। রিসোর্স পার্সন ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, রোহিঙ্গা নেতা আমান উল্লাহ। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধএনায়েত বাজার ওয়ার্ড গ ইউনিট বিএনপির সম্মেলন