চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু

| মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের উদ্যোগে মাসব্যাপী কর্মশালা চবি ব্যবসায় অনুষদ অডিটোরিয়ামে গত ২১ আগস্ট শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দীন খান বলেন, আমাদের চিন্তার পরিধি বাড়াতে পড়াশোনার বিকল্প নেই। আমরা প্রশাসনে আসার পরে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রম কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছি। তিনি আরো বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে ভাইভার মুখোমুখি হতে হয়, কীভাবে প্রেজেন্টেশন প্রদান করতে হয়, আর এ কাজগুলো আপনি শিখতে পারবেন এসব উদ্যোগের মাধ্যমে। উপউপাচার্য সিইউএসডিকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করার জন্য।

উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, সিইউএসডি থেকে আমি কখনো কর্মশালা করিনি। তবে তাদের থিমেটিক ক্লাসগুলোয় অনেক বছর ধরেই আমি একটি সেশন নিয়ে থাকি। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার যে বৈষয়িক জ্ঞান প্রয়োজন হয়, তা সিইউএসডি খুবই অন্তর্ভুক্তিমূলকভাবে তাদের কর্মশালার মাধ্যমে দেয়ার চেষ্টা করে। এজন্য উপউপাচার্য সিইউএসডি পরিবারকে ধন্যবাদ জানান।

বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, শাহজালাল হলের প্রভোস্ট ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজিব কুমার ঘোষ, সাউদার্ন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক মো. জাহেদুল ইসলাম ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান। চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট ক্লাবের সভাপতি ইলহাম শারার ও সাধারণ সম্পাদক আকলিমা খাতুন উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন।

প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, আমাদের দেশ নতুন করে বিনির্মাণের জন্য যুক্তিশীল কিছু মানুষ প্রয়োজন। আর এ যুক্তিশীল মানুষ ও যুক্তিশীল নেতা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে সিইউএসডি। তিনি ১৬তম কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজিব কুমার ঘোষ বলেন, ডিবেটের মাধ্যমে একজন শিক্ষার্থী তার চিন্তার গভীরতায় পৌঁছতে পারে। এতে তাকে সাহায্য করে বিশ্লেষণধর্মী চিন্তা। আর এ বিশ্লেষণধর্মী চিন্তা করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বিতর্ক। ভবিষ্যৎ জীবন গড়ার জন্য, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগগুলো দারুণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। ডিবেটের সদস্য তাইফুল ইসলাম মাহিন ও অংকিতা চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালা শুরু হয়। এরপর ১৬তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের শিক্ষার্থীরা ক্লাবের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও সঞ্চালনায় ছিলেন ইয়াকীন রায়হান, মো. মোজাম্মেল হোসেন, তানজিনা ও অরভা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।২য় পর্বে এশিয়ান পার্লামেন্টারি সেশনের অধিবেশন বক্তা ফারহানা খান যূঁথী শিক্ষার্থীদের বিতর্ক করতে ও সুন্দর করা যায় তা উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সীতাকুণ্ডে সার সংকটের সম্ভাবনা নেই’
পরবর্তী নিবন্ধবৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সম্মেলন ও অভিষেক