চট্টগ্রামের পর এবার রাজশাহী গেলেন এইচপির ক্রিকেটাররা

অনুশীলন ক্যাম্প

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি) জায়গা দেয় বিসিবি। সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের এই প্ল্যাটফর্মে এনে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়। মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলেছিল এইচপি দল। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গেল দুই মাস কোনো ম্যাচ খেলেনি পাইপলাইনে থাকা এসব ক্রিকেটাররা। তবে নিয়মিত বিসিবি তাদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করছে। চট্টগ্রামে দীর্ঘদিন ক্যাম্প করার পর গেল কিছুদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। এবার আবারো অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন এইচপির ক্রিকেটাররা। গতকাল সোমবার বিকেলে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়েন এইচপির ক্রিকেটাররা। এরপর সেখানে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুশীলন ক্যাম্প করবেন তারা। ম্যাচ সিনারিওতে অনুশীলন করারও কথা রয়েছে তাদের। মূলত এনসিএল টিটোয়েন্টি সামনে রেখেই এই প্রস্তুতি হবে। ঢাকা ছাড়ার আগে অবশ্য ভোরে ঢাকা স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ফিটনেস পরীক্ষা হয়েছে ক্রিকেটারদের। সেখানে সবচেয়ে ভালো করেছেন পেসার মারুফ মৃধা। এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের নিজেদের মধ্যে আজ একটি অনুশীলন ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলতে এইচপি থেকে তিন ক্রিকেটার উড়ে গিয়েছেন সিলেটে। টপ অর্ডার ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন, মিডল অর্ডার ব্যাটার আহরার আমিন পিয়ান এবং লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি আছেন এই তালিকায়। ২৮ আগস্ট তাদের রাজশাহীতে এইচপি দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচার বছর পর শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ