বন্ধুত্ব একবার গড়ে উঠলে তাকে আর কখনো ভোলা যায় না, স্মরণে থেকে যায়। একজন ভালো বন্ধু সে ভালো হয়ে স্মরণে থাকে আর একজন খারাপ বন্ধু সেও খারাপ হয়ে স্মরণে থাকে। উভয়কে কখনো ভোলা যায় না। আবার ব্যাতিক্রমও পরিলক্ষিত হয়। যেমন– একজন একসময়ে খুব ভালো বন্ধু ছিলো কিন্তু বিভিন্ন কারণে তার সাথে মনোমালিন্য হয়ে একে অপরের কাছ থেকে দূরে সরে গিয়েছে। তাই ফেসবুক বন্ধু কখনো স্থায়ী নয়। আমাদের সবার ফেসবুক ফ্রেন্ড হাজার হাজার আবার কারো কারো তো লক্ষ লক্ষ ফলোয়ারও আছে। বছরের পর বছর চলে যায় কেউ কাউকে সামনে সামনি দেখেনি। অনেকেই আবার লাইক কমেন্ট করে না বলে নিজের অজান্তেই ফ্রেন্ড লিস্ট থেকে এক সেকেন্ডর মধ্যে ব্লক করে দেয়। আজ ভালো বন্ধু হয়ে আছে কাল সে আর ভালো বন্ধু হতে খারাপে পরিণত হয়। আপনি নিজেই আপনার কথা ভেবে দেখুন। কোনও একজন হয়তো একসময় আপনার খুব ভালো বন্ধু ছিলো সে এখন আর আপনার ভালো নেই। খারাপ বন্ধুতে রূপান্তারিত হয়েছে। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারো সাথে বন্ধুত্ব করে না কেউ কাউকে ভালোবাসে না! তাই ফেসবুক বন্ধুদের অস্থায়ী বন্ধু হিসেবে বিবেচনায় রাখুন। ফেসবুকে অনেক বন্ধু আছে কিন্তু মনের মত পাওয়া যায় না ঠিক!