পিসিটি থেকে সাউথ কন্টেনার ইয়ার্ডে পণ্য স্থানান্তরে এনবিআরের অনুমোদন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে সাউথ কন্টেনার ইয়ার্ডে পণ্য স্থানান্তরের অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে এক পত্রের মাধ্যমে বিষয়টি পিসিটি পরিচালনাকারী বিদেশী অপারেটর সৌদি আরবের রেড সী গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডকে জানানো হয়েছে। রেড সী টার্মিনালের জন্য বহুল প্রত্যাশার এই অনুমোদন তাদের কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেয়া হয় সৌদি আরবের রেড সী গেটওয়ে টার্মিনাল লিমিটেডকে। তারা ২২ বছরের জন্য এই টার্মিনালটি পরিচালনা করছে। গতবছরের ৮ জুন থেকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই টার্মিনালে জাহাজ বার্থিং এবং কন্টেনার হ্যান্ডলিংয়ের অনুমোদন প্রদান করা হয়। কিন্তু পিসিটির কন্টেনার ইয়ার্ড তুলনামুলকভাবে ছোট হওয়ায় তাদেরকে কন্টেনার হ্যান্ডলিংয়ে বেশ বেগ পেতে হচ্ছিল। তারা পিসিটির বিপরীত পাশের বন্দরের সাউথ কন্টেনার ইয়ার্ডে আমদানি পণ্যবোঝাই কন্টেনার রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নিকট অনুমোদন চেয়ে আসছিল। সাউথ কন্টেনার ইয়ার্ড ব্যবহার করতে পারলে তাদের কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

অবশেষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে সাউথ কন্টেনার ইয়ার্ড ব্যবহারের অনুমোদন দিয়েছে। গত ২৪ আগস্ট চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এই অনুমোদনের পত্র ইস্যু করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রশাসন ও প্রমাণন) এইচ এম কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ অনুমোদনের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী পণ্য স্থানান্তরের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ডের নীতিমালা অনুযায়ী আমদানিকৃত পণ্য স্থানান্তর কার্যক্রমের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধবাবা-ছেলের পর মারা গেলেন মা ও বোন
পরবর্তী নিবন্ধকনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে