শ্বাসরুদ্ধকর অভিযান, ১৮ মাসের শিশুকে উদ্ধার

অপহরণ করে আত্মীয়, গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ১৮ মাস বয়সী অপহৃত শিশু আয়াতকে হাটহাজারী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত ৩টায় হাটহাজারী থানাধীন নজুমিয়া হাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শফি উল্লাহ জীবন, ফারজানা আক্তার রিয়া ও মো. বেলাল উদ্দীন সোহেল। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।

গত ২৩ আগস্ট বিকেলে ডবলমুরিং থানা এলাকার বেপারী পাড়ার ভাড়া বাসার বাসিন্দা মো. শরীফের বাসায় বেড়াতে আসে তার ভাগিনা মো. নিশান। তখন শরীফ বাসায় ছিল না। শরীফের স্ত্রী শরীফা বেগম নিশানকে দেখতে পেয়ে ঘরে বসতে দেয়। শরীফা নিশানকে ঘরে বসিয়ে তার জন্য নাশতা বানাতে যায়। নাশতা বানিয়ে এসে দেখে তার ছেলে আয়াত নেই। পরে স্বামীসহ ভাগিনার বাসায় খোঁজ নিয়ে তাদের ছেলের খোঁজ না পেয়ে নিশানের বাবা শফি উল্লাহ জীবনের সাথে যোগাযোগ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় গত রবিবার থানায় মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে শিশু আয়াতকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে অপহরণের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অনুসন্ধানে জানা যায়, শফি উল্লাহ জীবনের পরিকল্পনায় তার ছেলে নিশান অপহরণ করে মামাতো ভাই আয়াতকে। অপহরণের ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২য় স্ত্রীর সাথে ঘটে যাওয়া ডিভোর্সের প্রতিশোধ নিতেই মূলত শিশু আয়াতকে অপহরণ করা হয় বলে জানায় গ্রেপ্তারকৃত শফি উল্লাহ জীবন। অপহরণের পর নিশান তার ছোট বোন ফারজানা রিয়ার সহযোগিতায় শিশু আয়াতকে লুকিয়ে রাখে সৎ ভাই সোহেলের বাসায়।

ডবলমুরিং থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে এবং তাদের দেখানো মতে হাটহাজারী থানার নজুমিয়া হাট এলাকা থেকে শিশু আয়াতকে উদ্ধার করে। শিশু আয়াতকে তার মাবাবার জিম্মায় প্রদান করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধটেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড