হাটহাজারীর হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৬:৫৩ অপরাহ্ণ

হাটহাজারীর হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২৫ অগাস্ট) দুপুরের দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নস্থ হালদা নদীর শাখা খাল কাটাখালির মুখ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

জানা গেছে, হালদা নদীর উল্লেখিত স্থানে সোমবার দুপুরের দিকে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দিলে দায়িত্বরত নৌ পুলিশ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মৃত ওই ডলফিনটি উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন উদ্ধার করা ডলফিনটির ওজন আনুমানিক ২৫/৩০ কেজি হতে পারে। আর শরীরে আঘাতের লম্বা একটি চিহ্ন দেখা গেছে, হয়তো ইঞ্জিন চালিত কোনো যানের আঘাত হতে পারে এটি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, ‘ডলফিনটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তবে আমার কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে যাচ্ছে, তারা উদ্ধার করা ডলফিনটির সুরতহাল করার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।’

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সরকারি জায়গা দখল-বেদখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধআরসা নেতা আতা উল্লাহর মুক্তির দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ