সিএসইতে ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফর

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা গ্রহন করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ জন শিক্ষার্থী গত ২১ আগস্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চট্টগ্রামস্থ কার্যালয়ে তাদের শিক্ষা সফর সম্পন্ন করে। অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান, ডিজিএম এন্ড হেড অফ ক্লিয়ারিং একেএম শাহরোজ আলম, ডিজিএম এন্ড হেড অফ সারভিলেন্স এন্ড মপস নাহিদুল ইসলাম খান। অধিবেশন পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ। ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর এ কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান করতে ও প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে এম সাদেক আহমেদ তাঁর উপস্থাপনা প্রদান করেন। এরপর সিআরও এবং অন্যান্য উপস্থিত বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শেষে শিক্ষার্থীরা সম্যক ধারণার জন্য এঙচেঞ্জের বিভিন্ন বিভাগ গুলো পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোর ও বড়দের জন্য ক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিক্ষণে ভর্তি শুরু
পরবর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে নতুনভাবে চালু হলো প্যাথলজি বিভাগ