মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ড মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩টি তাজা কার্তুজ জব্দ করেছে। গতকাল রবিবার ভোররাত ৩ টায় এ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ফেলে বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত এলাকায় তল্লাশি করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বখতিয়ার সোসাইটির নির্বাচন
পরবর্তী নিবন্ধশিশু-কিশোর ও বড়দের জন্য ক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিক্ষণে ভর্তি শুরু