চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা গত ২৩ আগস্ট চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদ। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় রবীন্দ্রনাথ ও নজরুল স্মরণে আলোচনায় অংশ নেন জেসমিন ইসলাম, তাহেরা বেগম, পারভীন জালাল, মর্জিনা আকতার, জেবারুত সাফিনা, নুসরাত সুলতানা, সৈয়দা করিমুননেসা, বেগম সাবিহা মুসা, মারজিয়া খানম সিদ্দিকা ও কোহিনুর শাকি। শুরুতে সংগঠক শাহ আলম নিপুর মৃত্যুতে ফাতেহা পাঠ করা হয়। আগামীতে সংঘের উদ্যোগে বেগম জিনাত আজমের জন্য একটি স্মৃতি কথামূলক বই প্রকাশনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।