আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বার আউলিয়ার আয়োজনে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় একজন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম. হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর মোঃ রিজওয়ান শাহিদী, এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা–৩ এর অতীত গভর্নর জিয়াউল হক জিয়া, অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে. দত্ত অনুপ। এছাড়াও উপস্থিত ছিলেন রানা দাশ, এপে. শাহীন আলম, এপে. সোহেল মাহামুদ, মোঃ মহিউদ্দিন চৌধুরী জিকু, এপে. যিকরুল হাবিবিল ওয়াহিদ, এপে. আবু বকর তামিম, এপে. কামাল উদ্দিন খান, এপে. হাবিবুন্নবী আশিকুর রহমান (আশিক), এপে. মোহাম্মদ তৌফিকুল হাসান, এপে. এডভোকেট আদনান ও ক্লাবের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।