কর্ণফুলী নদীতে গতকাল রবিবার অভিযান পরিচালনা করছেন বোয়ালখালী মৎস্য অধিদপ্তর। এই সময় নদীর মোহনা থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনাকারী বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান গণমাধ্যমকে জানান, গতকাল রবিবার কর্ণফুলী নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। নদীর জীব বৈচিত্র্য ও মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।