সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা পরিষদ গঠিত

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

নবগঠিত সিজেকেএস ক্লাব সমিতির ১ম সভা গত ১৯ আগস্ট কমিটির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্রের ৩.৮ ধারার আলোকে সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে ডা. শাহাদাত হোসেনকে। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন মির্জা সালমান ইস্পাহানী, রূপম কিশোর বড়ুয়া, আলহাজ্ব আলী আব্বাস,আবুল হাশেম,সৈয়দ আবুল বশর,মো. হাফিজুর রহমান, ফিরোজ আহমেদ, সিরাজউদ্দিন মো. আলমগীর, সুলতানুল আবেদীন চৌধুরী, গাওহর সিরাজ জামিল।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের প্রতি আহমদ ছফার ভালোবাসা
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান দল